“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

নির্ঘুম রাত


            রফিক উদ্দিন লস্কর 

 

(C)Image:ছবি

 

 

 

 

 

 

 

 

নিশীথের শয্যা এখন বিষাদের চাদর
বুকের যমুনায় চলাচল অশ্রুর আদর।
মনের শহরে শত অট্টালিকার ফাঁকে
একান্তে মেঘবালিকা আলপনা আঁকে।
বহু বিবর্ণ ছবি জীবনের অ্যালবামে
কালের দর্পণে সব ভাসে রঙিন খামে।
নির্জন রাতে আমি ও একফালি চাঁদ
বহুদূর রাত গড়ায় নিতে বেদনার স্বাদ।
জোনাকি পোকার ঐ আলোর করে
বেজে ওঠে মেলোডি বেদনার বালুচরে।
আকাশের একপ্রান্তে ছায়াপথের মতো
হৃদয়ে সুপ্ত আগ্নেয়গিরি অসংখ্য ক্ষত।
অনন্ত একাকী আমি হৃদয়ের প্রান্তরে
বেঁচে আছি আঁধারে স্বপ্নের চিবুক ধরে।

২৪ সেপ্টেম্বর ২০২০ ইং
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: