“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ভদ্রতার বাইরে

              রফিক উদ্দিন লস্কর    

(C)Imageঃছবি


 

 

 

 

 

 

 

 

 

কুনের মতো চোখ দু'টি পড়েছে যেথায়
জীবন্ত জীবেরও বিনাশ ঘটবে সেথায়।
হায়েনার মতো বসে যারা সুযোগে খোঁজে 
ওরা মিথ্যের মুখোশ পরে সবসময় যুঁজে। 
বোকা ভাবে সবাইকে যত্তসব ধূর্ত শেয়াল
অতি চালাকের গলায় দড়ি হয়নি খেয়াল। 
নিজের স্বার্থ করতে হাসিল অন্যের মাঠে
সভ্য সমাজে এমন দুরাচার কেমন খাটে!?   
মুখোশ পরে ওরা করে যায় তাদের দুর্নীতি
বড্ড কঠিন হয় বুজতে এদের মতিগতি।
ওরা মুখেমুখে তোমায় দিবে কতই আশা
বেলাশেষে দেখবে সব ছিলো মিথ্যায় ঠাসা।
অন্যের দোষ খুঁজা এটাই মাত্র ওদের কাজ
নিজে করে মন্দ কাজ নেই তাতে লাজ।
শুধু বড় বড় কথা বললে বড় হওয়া যায়না
সততা, আত্মবিশ্বাস হয় মনুষ্যত্বের রচনা।

২৮ সেপ্টেম্বর ২০২০ইং
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: