অন্যমনস্ক সেই চাহনি
যেন এক ভাঙ্গা পৃথিবী
বিপদের সাইরেন বেজে ওঠে শিরা উপশিরায়
উড়ে যায় শঙ্খচিল বৃত্ত অসম্পূর্ণ রেখে ।
ছন্দপতনের পরে আত্মমন্থন
সময় ঢেলে দেয় আরও অনেক সময় ...
হয়তো স্তরীভূত সব সময় পেরিয়ে
একসময় সেই চাহনি আঁকবে
ভালোবাসার আশ্রয় ।
-------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন