“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

ভালোবাসার আশ্রয়


সুমিত্রা পাল















ন্যমনস্ক সেই চাহনি
     যেন এক ভাঙ্গা পৃথিবী
বিপদের সাইরেন বেজে ওঠে শিরা উপশিরায়
উড়ে যায় শঙ্খচিল বৃত্ত অসম্পূর্ণ রেখে ।

ছন্দপতনের পরে আত্মমন্থন
সময় ঢেলে দেয় আরও অনেক সময় ...
হয়তো স্তরীভূত সব সময় পেরিয়ে
একসময় সেই চাহনি আঁকবে
     ভালোবাসার আশ্রয় ।
           -------------




কোন মন্তব্য নেই: