“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৭ জুন, ২০১৫

দায়হীনতায়

।। শিবানী দে।।


(C)Image: ছবি







র্তে পড়ে কাঁদছিস ? হে সন্তান, উঠাবো তোরে সেই সাধ্য আছে ?
উদ্ধার করি বা যদি রাখব কোথায় ? এখানে যে কুয়ো আগে পিছে !
দায়হীনতার চোরাবালি তোর খেলবার মাঠে, গৃহকোণ মাঝে,
বিদ্যালয়ে, রাজপথে, মানুষের বানানো সমাজে ।
কোন দহে রুদ্ধ হবে, ডুবে যাবে নির্মল শৈশব তোর, তা কি জানি ?
ধর্ম বর্ণ ভাষা প্রান্ত---কত শত অন্ধকূপে আবদ্ধ আমরা সব প্রাণী ।
কোথা হতে দেব মুক্ত বায়ু প্রাণোৎসার, আলো সুবিমল এনে ?
মলিন অভুক্ত মুখে কাজ করে যাস ক্ষেতে, কলে, বাজারে দোকানে,‌
গলিতে, স্টেশনে কিংবা বীভৎস গণিকালয়ে----
শৈশব হারায় তোর বয়স্কের পঙ্কক্লেদ ঘূর্ণির আবিলে ।
অমৃতসন্ততি তুই, দৃষ্টি আলো অভিসারী,অঙ্গুলি আকাশ ছুঁতে চায়,
উজ্জ্বল স্বপ্নিল আঁখি, তোর হাসি কলভাষে অনাগত রয়েছে আশায় ।
আমাদের নির্ভরতা-হাত তবু কেড়ে নেয় পিছে থেকে বিশ্বাসের মই,
কাপুরুষতার কূপে ফেলে যাই আমাদের প্রজাতন্তুকেই !

কোন মন্তব্য নেই: