প্রেক্ষাপট ও পটভূমি
রচনার দায়িত্ব আমার
ছবি তো তুমিই আঁকবে,
উত্তরমানব-
যুগান্তরের রঙে।
শুধু ধুসর ইস্পাতে
মগ্ন না থেকে
খুঁজে দেখ
বিচ্ছুরিত বর্ণ বিভায়
এখনও আলোকময়
জন্মজঠর,
চুঁইয়ে পড়ে
বিন্দু বিন্দু প্রাণ
উপত্যকার অনাবিলে।
আকাশের নীলে
অপার আহবান
স্বাগত সম্ভাষণে
প্রীত করে মন
হাত ধর,চল যাই মিলে
অক্লান্ত পদাতিক মিছিলে(ব্যতিক্রম, মে, ২০১৫ সংখ্যায় প্রকাশিত )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন