“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৯ জুন, ২০১৫

উত্তরমানব






















।। দেবলীনা সেনগুপ্ত।।


প্রেক্ষাপট ও পটভূমি
রচনার দায়িত্ব আমার
ছবি তো তুমিই আঁকবে,
উত্তরমানব-
যুগান্তরের রঙে।
শুধু ধুসর ইস্পাতে
মগ্ন না থেকে
খুঁজে দেখ
বিচ্ছুরিত বর্ণ বিভায়
এখনও আলোকময়
জন্মজঠর,
চুঁইয়ে পড়ে
বিন্দু বিন্দু প্রাণ
উপত্যকার অনাবিলে।
আকাশের নীলে
অপার আহবান
স্বাগত সম্ভাষণে
প্রীত করে মন
হাত ধর,চল যাই মিলে
অক্লান্ত পদাতিক মিছিলে

 (ব্যতিক্রম, মে, ২০১৫ সংখ্যায় প্রকাশিত )

কোন মন্তব্য নেই: