“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৪ জুন, ২০১৫

সিঁড়ি

।।  রাজেশ চন্দ্র দেবনাথ ।।

(C)Imageঃছবি















সারারাত। সবকিছু সমার্থক। কথা। শুন্য খরা।
ছুটছি । পোড়া ল্যাপটপ।  মথুরার গল্প।
না। টুলবারে মৃত্যু। সিঁড়ি । লাল পালক।
শামুকের গনিত।  ভুল। ক্রিয়াকলাপ।  গোলাকার।
বাসি জল।  বাতাসে অটোগ্রাফ। বাচ্চা।  নদী।
অফসেট। প্রেম। পথপ্রান্তে বৃত্ত। চরকাকাটা চাঁদ।
প্রোফাইল।  স্পেস নে। হাসছে। প্রতিদিনের মোবাইল।
স্বপ্ন ।  ছায়াতে সংগ্রাম। মুক্তির প্রেক্ষাপট। 

কোন মন্তব্য নেই: