“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

শ্বাস: হওয়া আর অক্সিজেন

|| শমীক চৌধুরী ||

(C)Image:ছবি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কটি দীর্ঘ শ্বাসে কতটা হওয়া থাকে ?

বা একটা দীর্ঘ নিঃশ্বাসে !
মেপে তা কেউ দেখে না
শুধু নাড়ি দেখে হাসপাতালে।
কম বেশি হলো কিনা অক্সিজেন -
বেশি জ্ঞানীরা মাথা ঘামান।
কমাতে হবে শ্বাস -প্রশ্বাস...


গুনে গুনে এবার শ্বাস ফেলা।

কোন মন্তব্য নেই: