তুই বল না কেনে সই, আমার শ্যাম গেছে কই,
বাঁশির ঘায়ে
সে যে আমার
নেয় না লো আর প্রাণ।
আমি ঝাড় ভাসাবো জলে- রেগে বলেছিলাম বলে
বাঁশি কি তার
করেছে লো
এতো অভিমান!
হলো সূর্য ডুবে সাঁঝ তারে না পেলে পর আজ
আমি মানব না লো
রাত বিরেত
ফিরব নালো ঘরে;
ধরে বুঝি
নিয়েই গেল
কংস রাজার চরে!
ছুটে বৃন্দাবনে আর গেছি যমুনা নদীর পার
শ্রীদাম সুদাম
কেন যে আজ
কেউ ছিল না গোঠে
ঘাটে কলস জলে কেউ বসে গুনছিল না ঢেউ
পারাপারের
নাও ছিল না
মাঝি গেছে ওঠে
চেয়ে কদম তলায় দেখ সারা কুঞ্জবনে মেঘ
যেন চাঁদ এসেছে
রাধার মতো
হারিয়ে ফেলে আলো
ফিরল না যে
এখনো সই
পাখি আমার কালো?!
(কালো সখির মুখ ঢেকেছে এই হয়েছে ভালো।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন