একবার চুমু খেয়ে দেখো সূর্যকে
দেখবে ট্রানজিট পেয়ে গেছো ভালবাসার
আজকাল সূর্যের বুকে হাঁটে শতাব্দী
বুকে ভিসা আর রিসায় শুক্ররাশির থাম্বা
শতাব্দীর অপেক্ষা সূর্যের
সূর্যের অপেক্ষা সন্ধ্যাতারার
দেখা হয়নি আজও
একটা কালো বিন্দুর অপেক্ষায় আছি
ঠোঁটের উপর বিউটি স্পট
যেদিন শুক্র নেচে উঠবে আহ্লাদে সূর্যের বুকে
সেদিন আমি আমার হৃদয়ের ফুটো বন্ধ করবো নিশ্চিত
সেদিন চোখ রেখে দেখো সূর্যের দিকে সক্কাল বেলায়
দেখবে কতটা আহত হলে সূর্যও অসুস্থ হয় ভালোবেসে
আমিও ভালবেসেছিলাম।
এরপর যে সকালটা আসবে
সেই সকালে স্নান করে
আলিঙ্গন করো সেই আলোকে
কামনা করো আমার স্নায়বীয় মৃত্যুর।
অথবা চুমু খেয়ো বারবার সূর্যের কালো তিলকে।
রমণীর শুক্রঘরে সেদিন পুষ্পবৃষ্টি নিশ্চিত হবে
দেখে নিও।
২টি মন্তব্য:
দারুণ লাগল!
আপনার হাত ধরেই চলেছি... ভীষণ ভালো লাগে যখন বলেন ভালো লাগল। পাশে থাকবেন জানি।
একটি মন্তব্য পোস্ট করুন