“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৩ জুন, ২০১২

নিশিপদ্ম


সমর্পণে বাঘিনীরাও আদূরে আর লজ্জিত হয়


আকাশ দেখে চোখ ঢাকে
পৃথিবী কাঁপে অন্য সুখে
সমুদ্রের ঘরকন্যা হয় ওলটপালট
সাহারা ভিজে যায়

পাহাড় স্নান সারে নদীর শরীরে... 

কামসূত্রের গলায় ফাস অটবী লতার

আহত বাঘিনী
সাপলুডো
নিশিথ
পদ্ম

কোন মন্তব্য নেই: