“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৭ জুন, ২০১২

আকাশে সুজাতা



সুজাতার রক্তক্ষরণ
আক্রোশ পায়েশান্নে
নিহত আকাশ
একঝাক বালিহাঁস

নিহত আজগর আলী
আসমানে ফাঁস আল্লাহর
মুক্তিই শান্তি
প্রার্থণা তোহা'র


মানুষ শরণার্থী

রোহিঙ্গার শরীর খারাপ
রাখাইল উজাড়।

'ফিসফিস'                    বিজ্ঞাপনে
'জিও আজাদি, ইন দিনো কো ভুল জাও'

নেংটি বেচেই থাক
এই আমার দেশ।।
( রোহিঙ্গা দের নিয়ে লেখক সম্পাদক শ্যামল ভট্টাচার্য ২২ শে জুনের দৈনিক সকাল বেলাতে লেখেন এক উত্তর সম্পাদকীয় / পৃঃ৪। তাতে এই কবিতার উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে।)

কোন মন্তব্য নেই: