“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ জুন, ২০১২

ভুমিপুত্র হও

স্বপন সেনগুপ্ত






















দৃশ্যত শান্ত আমি, নেই অভিমান
ভিতর অঙ্গারে লাল, অহর্নিশ
আকাঙ্খার কিছু চোরাটান--
যেন কাঁটাগাছে লেগে থাকা ক'ফোঁটা
শীতের শিশির।
ক্ষোভ কিঞ্চিৎ আছে, ভুমিপুত্র আমি,
এখানেই বিদ্যাভ্যাস,
প্রেম ও প্রণয়ে অধীর।

ভি এম-এ জন্ম নিয়েছে আমার সন্তান,
তাকেও বলেছি, ভুমিপুত্র হও--
চেনো মাটি, শস্যদানা, ধান।
কোন ভ্রুক্ষেপ নেই; অজ্ঞান- দুপুর নিয়ে
ওর ঘোরাফেরা,
চুল ফেলে যখন তখন সে
হয়ে যায় ন্যাড়া।

চারদিকে মানুষের ঈর্ষা, ক্রোধ কাতরতা পড়ি--
কোনও ভাষা বুঝি, কোনও ভাষা
জ্যোৎস্নাহীন থেমে থাকা ঘড়ি।
যমজ পাহাড় ভেঙে শুধু এই চলা--
কখনও খাদে নামে
কখনও সপ্তমর ওঠে গলা।

বাঁশ পাতা, লালমাটি এখনও অমিয়
গোদক আমারও প্রিয়,
প্রিয় শুকনো মাছ--
কবি ছুঁলে আঁশ লাগে, লোকে বলে
কবি ছুঁলে সাড়ে সর্বনাশ।

                          (c) Picture:ছবি

কোন মন্তব্য নেই: