সোমবার, ১১ জুন, ২০১২
ইতি পরিবর্তন
বিষয়-আশয়
মিত্রপক্ষ সাই
আমার সম্পর্কে আলাদা করে বলার মতো কিছু নেই। গত দু'দশক ধরে চেষ্টা করছি লেখার। এখনও একটি ভালো সাহিত্য সৃষ্টি করার বিদ্যে বা বুদ্ধি কোনটাই আমার হয়নি। পারিনি। গত ১লা জানুয়ারি এই ব্লগটি শুরু করে আমি অভিভুত। গত ছ্ময়সে ৩৬০০ জন বন্ধু আমার ব্লগ পড়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। কেউ কেউ বলেন, উৎকৃষ্ট একটি সাহিত্য চাই। আমি বলি সব সব সৃষ্টিই উৎকৃষ্ট। আমার প্রিয় পূর্ণিমার রাত্রি। জেগে থাকি প্রতি পূর্ণিমায়। আমি ত্রিপুরার এক প্রত্যন্ত গ্রামে বসে আছি। এতকাল প্রকাশের কোন ইচ্ছে ছিল না। সত্যি বলছি, ভনিতা করছি না। ভয়ও ছিল। আমার কাছে নেট ছিলনা, বৈদ্যুতিক আলো বা টি ভি কোনটাই ছিল না। আছে শুধু একটি মারফি কোম্পানির রেডিও। অনেকবার এই রেডিও'টিকে থাপ্পড় মারলে তারপর সে কেঁদে উঠে। বেজে উঠে বলা যায় না। সম্প্রতি কিছু পয়সা পেয়েছি, সেই পয়সায় এই আয়োজন। বলতে আজ আর কোন লজ্জা নেই। আমার প্রেম?? নিজেই জানিনা সে কোন নন্দিনী! সাপকে বড্ড ভয় পাই। এই সরীসৃপ দের ভয়ে রাতে শুকনো লঙ্কা পোড়া দিয়ে জেগে থাকি। ত্রিপুরার হাসপাতাল গুলি সাপে কাটলে মানুষ বাঁচাতে পারেনা। সংসারের বিরুদ্ধে এটাই শুধু আমার একমাত্র অভিযোগ। নিজের তাগিদেই এই প্রকাশ অথবা ভালোবাসার জন্যই এই সৃষ্টি অথবা বলতে পারেন কোন এক সূজাতার অপেক্ষায় এই হোম আমার। পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন