/ স্বপন সেনগুপ্ত
বাঁশ থেকে বাঁশি হয়। বাঁশিতে মানব সুর লাগে--
বাঁশি বেনু হয়ে বাজে।
ফুল থেকে রেণু হয়, রেণু থাকে ফুলের পরাগে।
চোখ তার খোঁজে ঘর
ঘর সে-তো পুষ্পগুহা--
গর্ভকেশর।
কিছু রেণু ঘর চেনে
কিছু রেণু ছিন্নমূল--
বড় করে মৃতের জঠর।
এই ছিল চিত্রভাষা--
মাতৃধারা বিনয়ী সরল। মানুষের সরলতা সিসা-বিষে
পুড়েছে প্রবল।
চারদিকে পোড়ামুখ
বিষে নীল চরিত্র হননে।
এবার ফেরার পালা। এবার ফেরার সুরে
মানুষের ইস্তাহারে--
বাজে বাঁশি রাত্রি জুড়ে গর্ভদেশে অসম্ভব ঘুমে।
খেয়েছি ধাতুর বীজ--
ধাতুচূর্ণ বিরল রন্ধনে।
(c) Picture: ছবি
বাঁশ থেকে বাঁশি হয়। বাঁশিতে মানব সুর লাগে--
বাঁশি বেনু হয়ে বাজে।
ফুল থেকে রেণু হয়, রেণু থাকে ফুলের পরাগে।
চোখ তার খোঁজে ঘর
ঘর সে-তো পুষ্পগুহা--
গর্ভকেশর।
কিছু রেণু ঘর চেনে
কিছু রেণু ছিন্নমূল--
বড় করে মৃতের জঠর।
এই ছিল চিত্রভাষা--
মাতৃধারা বিনয়ী সরল। মানুষের সরলতা সিসা-বিষে
পুড়েছে প্রবল।
চারদিকে পোড়ামুখ
বিষে নীল চরিত্র হননে।
এবার ফেরার পালা। এবার ফেরার সুরে
মানুষের ইস্তাহারে--
বাজে বাঁশি রাত্রি জুড়ে গর্ভদেশে অসম্ভব ঘুমে।
খেয়েছি ধাতুর বীজ--
ধাতুচূর্ণ বিরল রন্ধনে।
(c) Picture: ছবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন