“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

অধরা














 
।। সিক্তা বিশ্বাস ।। 
 

ঠিকানাটা একই ছিল বসতবাড়ি সুখের, 
ছাইয়ের গাদায় বিড়াল-সুখ আশাটুকু বুকের... 
আশার তোড়ে উনুন খোঁজা কখন হবে ফাঁকা
সুখসাগরে ডুবসাঁতারের আড়ি পেতে থাকা!
মনপাখিটার খেয়াল শুধু উড়ান ভরার সাধ... 
আকাশগঙ্গা পাড়ি দিয়ে আনবে সুখের চাঁদ...
চাঁদের খোঁজে মনঘুড়িটা আলোর বেগে ছুটে
মেঘের সাথে সংঘর্ষে তার স্বপ্ন খানি টুটে!
ঘূর্ণিঝড়ের কোপে পড়ে বৃন্তচ্যুত ফল! 
নিমখুন সে যে চাপে পড়ে ভগ্ন মনোবল!
মেঘ বোঝালো, এ যে সাগর ছাঁকা মুক্তো ঝিনুক, 
চায় কেবল সুখী মানুষই সুখকে চিনুক! 
মরীচিকা! আশায় ভরা নিশি ভোর,
অহেতুক মিথ্যে আশার ইঁদুর-দৌড়! 
এ যে মনে ধরা সলমাজরির পোষাক, 
ভালো সেই শোকেসেই সাজানো থাক!
বেমানান ছাপরা ঘরে নবরতন হার!
এ শুধুই দিবাস্বপ্নের নজির সার!

             **********

কোন মন্তব্য নেই: