“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

আজকের বাস্তবতা ।

*  আজকের হকিকত। * 
                  -আ,ফ,ম,  ইকবাল॥ 

(C)Image:ছবি



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
জনপদের পসরা আমরা  
কাঁচাপাকা ঝুপড়িতে নিবাস,    
বিশুদ্ধ অক্সিজেন নিয়ে    
বিষাক্ত করে তবে ফেলি নিঃশ্বাস !   ‌ 
ক্লান্তির ঘোড়ায় চেপে মোরা   
শান্তি খুঁজি মহা উল্লাসে,    
বিজয়ের ফুল্লতায় কভু  
পেছনে তাকাই ফিরে ত্রাসে !   
করিনা পরোয়া কারো     
উদাত্ত কণ্ঠে ঝরাতে বিষ-বাণ,   
ত্রাতা হয়ে বিদ্বিষ্টদের    
দ্বারে দ্বারে গিয়ে করি ত্রাণ!    
মাথায় যদি কোনোওক্রমে      
মুকুট একটি তুলে নিতে পারি,    
মর্কট-নৃপতি নিজেরে ভেবে    
খুব সদ্ব্যবহার করি তার-ই !      
ভুলে যাই ভুবনের নশ্বর চরিত্র     
নদী আর সময়ের স্রোত থাকেনা বসে,‌‌     
নিচে করে হাহাকার ক্ষুধিত জীব-    
ডালে বসে গান গাই চিত্তের উল্লাসে ! 

                            হাফলং, ডিমা হাসাও,  
                                  ১৯-১২-২০২০   

1 টি মন্তব্য:

Anjan_Mukho বলেছেন...

আহা!
কতখানি সত্যি কথাগুলো
সশ্রদ্ধ সালাম কবি কে 🙏