“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

ভোল


(C) Image:ছবি
 
  



'সংসার সুখের হয় রমণীর গুণে।'
সুতরাং পুরুষ তুমি থাকো সিংহাসনে!
আমার 'আমি' ছেড়ে দিলে সংসারে সুখ নিশ্চিত! 
তাই বলে কি সেল্ফ ক্যায়ারে লাপাত্তা হওয়া উচিত!?
ইচ্ছেমত সেল্ফ ক্যায়ার, নারী পারেনি করতে শেয়ার! 
যৎসামান্য প্রকাশ পেলেই 
নিন্দের ঝাঁপি চিরকালেই!
রীতির জন্যে মানুষ যে নয়, 
মানুষের জন্যেই রীতি হয়! 
তবে কেন দায় চাপানো!? 
বিপরীতে কেবল চোখ রাঙানো!
বাঁধ ভেঙে নারী যখন দাঁড়িয়ে সমান্তরালে
বাধ্য হয়েই কানাঘুষা আড়ালে আবডালে!
লোক দেখানো ভাওতাবাজি! 
নারী জাগরণে পূর্ণোদ্যমে রাজি! 
বিবাহ বিচ্ছেদের হার আঙুল দেখায়! 
এ ও পিঠ-পিঠেতে চাকুবাজি! 
ভোল পাল্টানো সমাজের এই তো কারসাজি!

                   *************