“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

বাংলা কবিতা:'সফর'

===সফর===
==========

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস) 
১২/১২/২০ইং, 
হায়দ্রাবাদ। 

জীবন যে ভাই চলতি গাড়ি
দেয় যে কেবল বয়স পাড়ি
এ যে ভিন্ন স্বাদের নানান যোগান... 
জ্ঞান বর্ধক বিশেষ বরদান...

সুখদ যাত্রায় মন পসন্দ সঙ্গি চাই... 
পলে পলে খুশির জোয়ারে ভাসা চাই... 
অজান্তেই আশাপূর্ণ হৃদয়টাই... 
পূর্তিতে আমেজি পুরো সফরটাই...

যাত্রার প্রতিটি মোরে নতুন যাত্রী
নানান কাহিনীর পাত্র-পাত্রী... 
ক্ষণিক আবেগের দোলায় ভাসা... 
ফুরোলে পাড়ি পুনঃ ভিড়ে মেশা! 

হঠাৎ মেলে প্রাণের দোসর... 
নেশায় কাটে কত যে প্রহর... 
আশা ভরসার স্বপ্নীল বাসর
হিসেব কষার নেই অবসর!

কখনো বা ঠিকানা বদলায়
সুখের টানের নতুন আশনায় ! 
এ পথের যাত্রী ও পথে যায়!
অজানা নতুন চুম্বকের নেশায়... 

              **********

কোন মন্তব্য নেই: