“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

বাংলা কবিতা:'তিয়াস'

===তিয়াস===
===========

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস) 
১৪/১২/২০ইং
হায়দ্রাবাদ। 

শ্রাবণ ধারা হলো সারা
কোথায় হারিয়ে কবিমন! 
কমলা সুখের শীত-আমেজে
খুঁজি যে তোমায় অনুক্ষণ! 

গদ্যে, পদ্যে, তালে, ছন্দে,
ভক্ত যেমন পরমেশ্বরে বন্দে, 
তেমনি ছিলে খেয়ালী স্পন্দে
কাব্য সুখের নিত্যানন্দে। 

তুমি যে ছিলে কাব্যপ্রাণ
একাগ্রচিত্তে সাধনে অম্লান... 
কোন খেয়ালে হঠাৎ লুপ্ত! 
বিষয় বস্তু কি এতোই গুপ্ত!? 

আকুলি-বিকুলি ভকতের প্রাণ
সাধনায় সম্মত দিতে বলিদান
কৃপাসিন্ধু দাও বরদান
মরু-হৃদয়কে কর মরুদ্যান।

কত ভাবোদয় আজও বাকি
চাতক হৃদয়ের পিয়াস মেটে কি!?
স্ফটিক জলের আশ যেমন
তোমারই জন্য তিয়াস  তেমন!!

           ************

কোন মন্তব্য নেই: