(C)Image:ছবি |
।। মিঠুন ভট্টাচার্য ।।
সকালের ঘুম চোখে,
আলোকবার্তায় মিশে
তি্থি্ , তি্থি্ আওয়াজ ছিল
বাড়ির স্কুলঘন্টা।
আবার
উঠোন জুড়ে ধানের ছড়া
মুখচাপা গরুর সুশৃঙখল খেলা -
এ পর্য্যন্ত ছোট্টবেলার
কৃষি পরিক্রমা।
বড় হবার সময় -
কুয়াশা বেলায়
যখন পরীক্ষা শেষ
ধানকাটা জমিতে ক্রিকেট মাঠ,
শহরমুখো গ্রামের
অগুন্তি সুনীল, কপিলদের ভীড়
শেষ আলো থাকা অব্ধি।
যোগসূত্রের নাড়ীতে
এতটুকুই কৃষি উদযাপন।
আজকাল
চাল ডাল শাক-সবজি কিনে খাই ।
চাকরি করি মাইনে পাই।
দিন গুজরানে বেশী আর কী চাই?
হীরক রাজের মগজ ধোলাইতে
বৈজ্ঞানিকের কি আর দরকার আছে ভাই ?
৮ ডিসেম্বর ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন