“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

মলিন মুজরা


 



 
 
 
 
 
 
 
 
।। সিক্তা বিশ্বাস ।।


অন্ধ গলির জলসাঘর
মাদক নেশায় নিশি ভোর, 
ব্যতিক্রমী মায়াডোর
কত মঞ্জিমার আর্তস্বর!

দিনের আলোয় ভুল গলি
চাঁদের আলোয় ঝলমলি... 
গোলাপ আতর জুঁই বেলি
ইন্দ্রজালে ফুলকলি!

অযাচিত যত অচেনা সোহাগ
অসহ্য  কত আঁচড়ের দাগ! 
বেরঙিন কত সোহাগী ফাগ
অশ্রুত যত অভিসারী রাগ!

অপহৃত কত মৌন যৌবন
কত অভাগীর বাধ্য-সমর্পণ! 
সলিল সমাধি সাধ ও স্বপন
অবলুপ্ত ক্রমে কত মুঞ্জরণ! 
 
               ***********

1 টি মন্তব্য:

A F Ekbal. বলেছেন...

জীবনের সুন্দর শ্রুতিলিখন!
আরোও চাই- অনেক.... ।