“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

ঐকতানের আহ্বান

*  ঐকতানের আহ্বান। * 
                -আ,ফ,ম,  ইকবাল॥
 

 

 
 
 
 
 
 
রিয়ে নিরন্তর ঘাম চাষিরা মিটাচ্ছে দেশবাসীর ক্ষুধা,    
সেই চাষিরাই চাইছে আজ দেশবাসীর সঙ্গসুধা। 

হাকিম তো হুকুম নিয়ে ধরে আছেন ভীষন জেদ,    
ঠান্ডা-গরমে মরলে মরুক কৃষক- নেই তার খেদ! 

দু-চার পরম মিত্রের তরে সদা নিবেদিত যাদের প্রাণ,       
তারাই লয়ে আছে ঠিকা- বিপন্ন দেশবাসীর করবে ত্রাণ ! 

এসো তাই দাড়িয়ে যাই পরম স্বজন উৎপাদকের সাথে,   
যাক না হয়ে প্রমাণ- কে ইনসাফ আর কে পুঁজিপতির সাথে। 

সমস্বরে দেশজুড়ে যখন উঠবে প্রতিবাদের একই সুর,      
খুলে বন্ধ কান শুনতেই হবে ঐকতান- সেদিন নয় বহু দূর ! 
                            
                               হাফলং, ডিমা হাসাও।
                                     ২০-১২-২০২০ 

কোন মন্তব্য নেই: