“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ইচ্ছে করে

(C)Image:ছবি





         
 
 
 
 
 
 
 
 
 
 
 
   ।।   আ,ফ,ম, ইকবাল ॥

চ্ছে করে চলে যেতে সেই শিশুটির কাছে- 
জানেনা যে পাপ-পুণ্যের কোনোও সমাচার, 
হ্যাঁ, সেই শিশুটির কাছে 
শিরনী নিতে যে এগিয়ে যায় সবার আগে ! 
টিকে যে থাকতে চায়না 
একই জায়গায় বহুক্ষণ ধরে;
তর সয়না কভু তার পেছনের কাতারে ! 

কান্না-হাসির নেই যার রাখঢাক 
চাওয়া পাওয়ার নেই কোনো মাপকাঠি 
মৌসুম পরিবর্তনে কভু 
নয় সে চন্দ্র সূর্যের মুখোপেক্ষী  
হাসিতে যার দেয় সবে সঙ্গ 
যার কান্নায় সকলের খুশি দেয় রণভঙ্গ !  

একটি শিশুর সেই হাসি-কান্না 
তার মান-অভিমান 
তার সময়ের ব্যারোমিটার 
সামলে রেখেছিলাম বহুকাল 
পুঁটুলি বেঁধে,  
মনভবনের এক কোনায় ! 
জানিনা কোথায় তা হারিয়ে গেছে 
খুঁজে ফিরি আজও তারে 
দ্বারে দ্বারে 
ভুবন মাঝারে ! 
                ০৫-১২-২০২০ 

               হাফলং, ডিমা হাসাও ।

কোন মন্তব্য নেই: