(C)Image:ছবি |
।। আ,ফ,ম, ইকবাল ॥
ইচ্ছে করে চলে যেতে সেই শিশুটির কাছে-
জানেনা যে পাপ-পুণ্যের কোনোও সমাচার,
হ্যাঁ, সেই শিশুটির কাছে
শিরনী নিতে যে এগিয়ে যায় সবার আগে !
টিকে যে থাকতে চায়না
একই জায়গায় বহুক্ষণ ধরে;
তর সয়না কভু তার পেছনের কাতারে !
কান্না-হাসির নেই যার রাখঢাক
চাওয়া পাওয়ার নেই কোনো মাপকাঠি
মৌসুম পরিবর্তনে কভু
নয় সে চন্দ্র সূর্যের মুখোপেক্ষী
হাসিতে যার দেয় সবে সঙ্গ
যার কান্নায় সকলের খুশি দেয় রণভঙ্গ !
একটি শিশুর সেই হাসি-কান্না
তার মান-অভিমান
তার সময়ের ব্যারোমিটার
সামলে রেখেছিলাম বহুকাল
পুঁটুলি বেঁধে,
মনভবনের এক কোনায় !
জানিনা কোথায় তা হারিয়ে গেছে
খুঁজে ফিরি আজও তারে
দ্বারে দ্বারে
ভুবন মাঝারে !
০৫-১২-২০২০
হাফলং, ডিমা হাসাও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন