“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

হেঁয়ালি



।। সিক্তা বিশ্বাস ।।


হেঁয়ালি
=========


মন বিহঙ্গের কত রূপ... 
খেয়াল-খুশিতে অসীম অরূপ... 
অবাধ গতি যেন উড়োজাহাজ
বাহারি সাজে কেবল খুশির মেজাজ...

কখনও সে যে শিশু প্রায়
খোলা মাঠে কেবলই দৌড়ায়...
কৈশোরের ছোঁয়া লাগলে তায়
উড়ন্ত দ্বিজ রঙিন নেশায়...

যৌবনের ছটায় ভরা নেশা... 
পলে পলে সে যে স্বপ্ন দেখায়... 
দু'চোখ ভরা শুধু স্বপ্ন আশার... 
স্বপ্ন সাকারে পিপাসা ছোটার...

ছোটার নেশা মেজাজে মেশা
ফাঁকে ফাঁকে কেবল হিসেব কষা! 
ছুটতে ছুটতে অসার ক্লান্ত
প্রতিটি পদে শুধুই ভ্রান্ত!
          *********

কোন মন্তব্য নেই: