“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

মুক্তি


।। অর্পিতা আচার্য ।।



 

 

 

 

 

ভাবে অসংলগ্ন কথা বলবেন না 

বন্ধ ঘরের ভিতর দেখবেন না মৃত্যুর হ্যালুসিনেশন !


মস্তিষ্কের কোনো শিরা ছিড়ে গিয়ে

লাল জবার মতো ফুল যেন ফুটে না ওঠে...


আর একটু যুদ্ধ করুন --ভারভারা


জীবনের জন্য অনেক তো লড়াই করলেন

প্লিজ, এবার মৃত্যুর অধিকারের জন্য

আর একটু লড়াই করুন...

কোন মন্তব্য নেই: