আফরিন
=========
ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
১১/১১/২০
হায়দ্রাবাদ।
মনমেঘের কাব্যধারা
অঝোর-ঝরা পাগলপারা
বৃষ্টি রূপে হতো সৃষ্টি...
ভিজতো পাঠকমন কাড়তো দৃষ্টি!
অকস্মাৎ এ কি অনাসৃষ্টি!
মনে উদ্রেক ঝড়ের তোলপাড়!
কোথায় হারালো উৎস! হারালো কৃষ্টি!
কেমন মরুপ্রায় আত্মতুষ্টি!
হারানো সেই ছান্দিক পুষ্টি!
কোথায় ঝর্ণা বাঁধা পড়া!
কেন এ অকাল খরা!
রিমঝিম ছান্দিক সুরের
নেইকো সেই অনর্গল ধারা!
নয়কো হারানো আজ কেবল বাসন্তী!
টানাপোড়েনে নির্বাপিত হৈমন্তী!
কে জানে কোন আশীষে
ফুল ফুটবে পুনঃ নির্নিমেষে
তৃপ্ত হবে হৈমন্তীমন...
যা ছিল ওর যক্ষের ধন...
পূর্ণ হবে ভাড়ার অবশেষে...
আকুলি-বিকুলি চিত্তের অবসাদ
ঘটিয়েছে যা বিষম প্রমাদ
অবিলম্বে দূরীভূত হোক
এই শুধু কাঙ্ক্ষিত সাধ
বাগবাদিনীর আশীষে ফিরুক হর্ষ চিত্তাকর্ষ....
ঝরুক ধারা আমরণ বর্ষ বর্ষ...
করুক পুনঃ পাঠকের হৃদয় স্পর্শ...
এই তো কাঙ্ক্ষিত আফরিন...
***********
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন