।। সিক্তা বিশ্বাস ।।
ডিগবাজি খায় ঐ যে পাগল
বারবার করে চোখটি গোল!
কোন খেয়ালে সাত সকালে
কেইবা আছে তা জানার তালে!
হাসছে সবাই! বাড়ছে ভীড়!
তবু নিশানা চ্যুত নয়কো তীর!
পাচ্ছে ব্যথা! হানছে আঘাত!
তবুও তদন্ত নেই দৃকপাত!
হঠাৎ ওঠে ডুকরে কেঁদে...
কি ভীষণ খাঁজ এই বাড়ির ছাদে!
কাল বাছাটি গেছে যে পড়ে!
চোখ বেয়ে জল ঝরেছে ধারে...
ধারায় রক্ত পড়েছে ঝরে...
না জানি কি ব্যথা পেয়েছে সজোরে!
যদিও শান্ত করেছি বহু কষ্ট করে
তবু পারিনি সারাতে তাঁর ব্যথাটারে!
আমি তাঁর এ কেমন বাপ!
পারিনি করতে তাঁর ব্যথার মাপ!
পারিনি ঘুমোতে অশান্তির তোড়ে
তাই তদন্ত আজ বারেবারে।
হে বিধি, রেখো আমার বাছারে আদরে
কোনো বিপদে যেন না পায় তাঁরে,
পাগল বলে সবাই তুচ্ছ করে!
কেউ বোঝেনা বাপ যে আমি,
আমি ভুলি তা কেমন করে!!
*************************
দেখা যায় কত বিচিত্র অভিযান,
কেইবা দেয় তার যথাযথ মান!
সমাজের এ কি পরিমাপ!
পাগল কি আর হয় কা'রো বাপ!?
আমরা সবাই ভবের ভবী!
পাগল সে যে খাচ্ছে খাবি!
কে মাপে তাঁর ভাবের তাপ!?
ভবের বিচারে এ এক বিষম চাপ!
*************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন