“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

'আজি এ প্রভাতে' ।

  *  'আজি এ প্রভাতে'  * 
                    -আ,ফ,ম,  ইকবাল॥
 

(C)Image:ছবি

 

 
 
 
 
 
খুশির মুহূর্ত গুলো ক্ষয়ে আসছে ধীরে ধীরে ধুলোবালু বাতাসকে ক্রমশ ধরছে ঘিরে   
ঈষৎ খুশি বিশদ বেদনার অনেক স্মৃতি   
নিয়ে ফেরি দিচ্ছে সৌরবছর   
বছরের পর বছর ধরে। 
.....এমনি করে চলে গেল বিশের বিশ! 

অপাংক্তেয় বুড়ো সাক্ষির মতো  
ঠায় দাঁড়িয়ে দেখেছি  
বিগত বছরের কিছু ছেঁড়া পাতা,   
কিছু কিছু যার ঠাঁই পেয়েছে    
ইতিহাসের ম্লান পাতায় ।  
দেখেছি পথে-প্রান্তরে প্রথিকের ঢল   
জীবনের মমতার ছবি    
দেখেছি কিছু উন্মত্ত উন্মাদের নাট্যাভিনয়   
আকাশছোঁয়া লম্ফ-ঝম্প    
খাদের পাশে রেলের স্লিপারে    
রুটি আর অভুক্তের লড়াই     
দেখেছি মানুষখেকো জলপ্রপাতের পাড় দিয়ে রাজন্যের দ্রুতগামী অশ্বের শোভাযাত্রা ! 

দেখছিলাম দাঁড়িয়ে যত অদ্ভুত দৃশ্য   
পথের পাশে    
চিৎকার করে হাঁকছিলাম-   
'বাঁচাও বাঁচাও' বলে,   
কে শুনে কার কথা ?     
রঙিন স্বপ্নের পিছনে দ্রুতগামী উচ্চাকাঙ্ক্ষীর   
হয়নি সময় ফিরে তাকাবার,      
লোকতন্ত্রের পাহারাদার বলে কথা ! 

কিছু মাঝি তবু উঠে এলো   
স্রোতের উজান বেয়ে     
অদম্য উদ্যমে ভরা    
অগণন যুবা মাল্লা    
মেঘমল্লার তানে তানে    
চমকিত বিদ্যুৎ প্রাণে     
টেনে তুলল কত জীবন !   
মহিমাময় মহানুভবতায়     
নিবেদিত যাদের প্রাণ     
অশ্রুর বিবর্তনে অনুভবের শাশ্বত প্রকাশ ! 

নতুন বছর ধরে বাজতে থাকুক এই মেঘমল্লার আকিঞ্চন ! 
  
হাফলং, ডিমা হাসাও।                              
  ০১-০১-২০২১ 

কোন মন্তব্য নেই: