“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

কর্তন


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 সিক্তা বিশ্বাস 


খণ্ডে খণ্ডে বিভাজন
ঐক্যতার হয় কর্তন, 
যৌথ পরিবার খণ্ডিত
অনুতে সে রূপান্তরিত। 

সপরিবারে  হৈ-হুল্লোড়
কচিকাঁচাদের ঝাপ-দৌঁড়, 
মুখরিত আনন্দডোর 
মনোগ্রাহী আড্ডা-বাসর।

অনুতে যে মুষ্টিমেয়
যৌথতে সে অমেয়, 
অনুর ক্ষীণ অনুধ্বনি
অট্টনাদ যৌথ প্রতিধ্বনি। 

অপহৃত সেই ঐতিহ্য
মুখরিত গুঞ্জন মূর্ছিত!
স্বার্থান্বেষী রূঢ় বিদারণ
ভবিষ্য একাকীত্ব আহরণ। 

        *********

কোন মন্তব্য নেই: