আলাপ
======
ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
শিলং-৪।
প্রকৃতি :- দেখো ঐ দূরে পাহাড়তলির নদী ---
কেমন দোলে পাহাড়ের কোলে !
কেমন আহ্লাদে আটখানা ! উচ্ছ্বসিত তরঙ্গিণী ! যেন কৈশোর-যৌবনের সঙ্গমে !
পুরুষ :- ঠিক তোমার মতো !
প্রকৃতি :- তাই বুঝি ?
পুরুষ :- এতেই তো আমার আকর্ষণ ! সেই বাঁধ-ভাঙ্গা স্রোত ! সেই জোয়ার ! সেই মনকাড়া উচ্ছ্বাস !
প্রকৃতি :- তাঁর উচ্ছলতায় যে সর্বনাশের ছায়া ও থাকে ! ঘুরে ঘুরে , পাঁকে পাঁকে! কতো যে বিচিত্র রঙের ছবি আঁকে! কখনো তাণ্ডব কখনো লাস্য !
কখনো রৌদ্র কখনো হাস্য ! যেন এই আবেশে প্রেমিকা ! ঐ আবার দুর্বার ঝঞ্ঝা !
পুরুষ :- লীলা-খেলায় ,মান-অভিমানে কেউ নয় কারো থেকে কম! একটু এদিক ওদিক হলেই নৃত্যরত ঔদ্ধত্য ! হয় নূপুর এর ছান্দিক ছম্ ছম্! নয়তো তাণ্ডব-লাস্যের শব্দ ঝম্ ঝম্ !
প্রকৃতি:- তাই বুঝি তুমি গুরু গম্ভীর পাহাড় হয়ে চুপটি মেরে ব্যোম্ ! হয় ধ্যানরত সত্যম শিবম সুন্দরম ! নয় নৃত্যরত নটরাজম !
পুরুষ:- তাই তো সৃষ্টি ,স্থিতি ও লয় ! ওখানেই যে নৈসর্গিক মিলন ! তোমাতে -আমাতে ! একম ও অদ্বিতীয়ম ! অর্দ্ধনারীশ্বর রূপেতে ! ঠিক যেমন ঐ পাহাড়ের কোলে নদী দোলে ,তালে মাতালে!এ যে কল্লোলিনীর খেলা আড়ালে আবডালে ! কালা-কালের ওপারে ! একালে ,সেকালে ! চিরকালে !
****************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন