।। অভীককুমার দে।।
আমার উঠোন জুড়ে শুকোতে দিয়েছি ধান
তোমাদের কালো মেঘ রোদ ঢেকেছে হঠাৎ !
গিরগিটির মতো রঙ বদলে ভিজিয়ে দিচ্ছে সুখ
গলে যাচ্ছে মাটি
অসমের কাদায় ঢেকে যাচ্ছে সোনালী ধানের মুখ।
তবুও আশা ছাড়িনি,
জানি, আবার গাছ হবে নতুন করে।
হয়তো আরও কিছুদিন...
হয়তো মাঠের বদলে উঠোন,
যে ধান শুকোতে পারেনি বলে মেটেনি ক্ষুধা
খোলা করেই শুকোতে দেবো তখন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন