।। অভীককুমার দে।।
এই রাস্তা আমার পরিচিত নয়।
বহুরূপী মুখোশ চেনা মানুষের মুখে
যাবতীয় অস্ত্র হাতে
রাস্তা রুখে দাঁড়ায় !
সেদিনের মিছিল শেষে স্বাধীনতা বলেছিল--
এই রাস্তায় কটোরা হাতে খুঁজতে হবে না খাবার
নীল আকাশের নিচে মানুষের ঘর হবে
সব জাতির এক জাত
তিনরঙা কাপড় বুকে
মেতে উঠবে ভারতীয়তায়।
স্বাধীনতার পরেও মিছিল
রাস্তা জুড়ে
ঠিকানা বিহীন মানুষের ভিড়
রাস্তা খোঁজে রাস্তায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন