“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

রাস্তা

।। অভীককুমার দে।।

এই রাস্তা আমার পরিচিত নয়।

বহুরূপী মুখোশ চেনা মানুষের মুখে
যাবতীয় অস্ত্র হাতে
রাস্তা রুখে দাঁড়ায় !

সেদিনের মিছিল শেষে স্বাধীনতা বলেছিল--
এই রাস্তায় কটোরা হাতে খুঁজতে হবে না খাবার
নীল আকাশের নিচে মানুষের ঘর হবে
সব জাতির এক জাত
তিনরঙা কাপড় বুকে
মেতে উঠবে ভারতীয়তায়।

স্বাধীনতার পরেও মিছিল
রাস্তা জুড়ে
ঠিকানা বিহীন মানুষের ভিড়
রাস্তা খোঁজে রাস্তায় !

কোন মন্তব্য নেই: