“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

অমলকান্তি চন্দের ছড়ার থলি

।। অভীককুমার দে।।

অমলকান্তি চন্দ থলি নিয়েই হাঁটেন
ছড়ার থলি
মুখ খোলা রাখেন সবসময়।

হয়তো তিনি বুঝতে পারেন--
ডানে ভুত
বামে ভুত
সামনে ভুত
পেছনে ভুত,
'ভুতের মুখে রাম নাম... '
ওদের তান্ডবে নিরাপত্তা নেই মানুষের,
শ্মশানমুখী মুখে বলছে--
'ভুত আমার পুত, পেতনি আমার ঝি... '

চোখের সামনেই জ্বলছে চিতা,
চিতার লাল চোখে মানবতার ছাই
অসুস্থ বাতাস 
জল ঢেলে দিলেই দূষিত নদী
অসহ্য যন্ত্রণা শহর থেকে গ্রামের পথে...

শুনেছি, চন্দবাবু খবরাখবর রাখেন,
অমেরুদণ্ডীদের মিছিলে নজর আছে তাঁর,
হ্যামিলনের বাঁশিটি খুঁজে পেলেই
থলিতে ঢুকিয়ে নেবেন ভুত।

কোন মন্তব্য নেই: