“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

সোজাসাপ্টা

।। অভীককুমার দে।।

১.
গদির নেশায় যদি- র খেলা
রাজার গুটি প্রজা,
অভাব যাদের তাদের মারো
এতেই ভারি মজা !

২.
ওই যে শিশু ঢালাই মেশায়
পড়ার কথা ছিল,
ভোটের আগে ভাগে ভাগেই
নেতা বলেছিল।

৩.
ভোটের পরে অভাব ঘরে
কাজের দেখা নাই,
ক্ষুধার জ্বালায় খুশি পালায়
খাবার কোথা পাই ?

৪.
রাস্তার উপর সস্তা প্রলেপ
দোস্ত'র ঠিকাদারি,
ভাগের টাকা মায়ায় ঢাকা
সবটাই সরকারি।

৫.
মন্ত্রী মশাই যেমন কসাই,
গরীবের পেট কাটে।
চাঁদের মাটি এতোই খাঁটি
অভাবে বুক ফাটে !

কোন মন্তব্য নেই: