।। অভীককুমার দে।।
১.
গদির নেশায় যদি- র খেলা
রাজার গুটি প্রজা,
অভাব যাদের তাদের মারো
এতেই ভারি মজা !
২.
ওই যে শিশু ঢালাই মেশায়
পড়ার কথা ছিল,
ভোটের আগে ভাগে ভাগেই
নেতা বলেছিল।
৩.
ভোটের পরে অভাব ঘরে
কাজের দেখা নাই,
ক্ষুধার জ্বালায় খুশি পালায়
খাবার কোথা পাই ?
৪.
রাস্তার উপর সস্তা প্রলেপ
দোস্ত'র ঠিকাদারি,
ভাগের টাকা মায়ায় ঢাকা
সবটাই সরকারি।
৫.
মন্ত্রী মশাই যেমন কসাই,
গরীবের পেট কাটে।
চাঁদের মাটি এতোই খাঁটি
অভাবে বুক ফাটে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন