“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

বাপ্পাদের নিয়ম

।। অভীককুমার দে।।

বুকের দুধ ছাড়িয়ে আলগা খাওয়াবে এবার,
বাঙালের বড় বাচ্চাগুলো আরও বড় হবে।
সংস্কৃতির শুদ্ধিকরণের পর
বাপ্পাদের নিয়ম ভাঙলেই ফাঁকা পড়বে তের পার্বণের প্রসাদ।

যে দিন বুঝবে জাত--
জাতের সুরেলা পাখি বিভীষণ
দুধ ভাত ভুলে দূতাবাসী
মুন্সিয়ানার লোভে বেচে দিয়েছে মুখের ভাষা,
সেদিন আটক শিবিরের জানালায় অচেনা দেশ
সূর্য ডুবিয়ে দেবে নিজের মতো।

সেদিন বাঙাল বাঙালি বাস করবে পাশাপাশি এবং
নিজের মেদ খেয়েই ভঙ্গ করবে ব্রত।

কোন মন্তব্য নেই: