বিশ্ব
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
হরেক রকম ধর্ম হেথা হরেক রকম জাতি।
হরেক রকম দিন যে হেথা হরেক রকম রাতি।।
হরেক রকম গাছ যে হেথা হরেক রকম প্রাণী।
হরেক রকম রাজা হেথা হরেক রকম রাণী।।
হরেক রকম ভাষা হেথা হরেক রকম বস্ত্র।
হরেক রকম ত্রাস যে হেথা হরেক রকম অস্ত্র।।
হরেক রকম গুণী হেথা হরেক রকম মন্ত্র।
হরেক রকম গাড়িঘোড়া হরেক রকম যন্ত্র।।
হরেক রকম মত যে হেথা হরেক রকম দ্বন্দ্ব।
হরেক রকম পুষ্প হেথা হরেক রকম গন্ধ।।
হরেক রকম নদী হেথা হরেক রকম নালা।
হরেক রকম সুখ যে হেথা হরেক রকম জ্বালা।।
হরেক রকম আরাম হেথা হরেক রকম ব্যথা।
হরেক রকম নেত্রী হেথা হরেক রকম নেতা।।
হরেক রকম ঝর্না হেথা হরেক রকম বন।
হরেক রকম মানুষ হেথা হরেক রকম মন।।
হরেক রকম ধনী হেথা হরেক রকম নিঃস্ব।
নানান রঙ্গের জিনিস মিলেই উঠল গড়ে বিশ্ব।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন