“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

স্বজন বোঝে

।। অভীককুমার দে।।

যে দেশের রক্ত নদী
অধিকার পায় সে যদি
কেন কার গদির নেশা !
নীতি- বা কেমন পেশা ?

কথাদের যাদু আছে
ভগবান উঠছে গাছে,
কপালে তিলক আঁকা
তবুও চলন বাঁকা !

ভক্ত বুঝলো শেষে
স্বপ্ন ধুলোয় মেশে,
যে দেশে গোড়ায় গলদ
সে দেশের শ্রেষ্ঠ বলদ।

কত যে মাশুল দিয়ে
কে তুমি কোথায় গিয়ে ?
ঠিকানা পাই না খুঁজে,
এ ব্যথা স্বজন বোঝে।

এ গোসাই গান ধরেছেন
আপনি ভুল শুনেছেন,
যে বেটা তাল জুড়েছে
সে কেন রাগ করেছে ?

কোন মন্তব্য নেই: