।। অভীককুমার দে।।
যে দেশের রক্ত নদী
অধিকার পায় সে যদি
কেন কার গদির নেশা !
নীতি- বা কেমন পেশা ?
কথাদের যাদু আছে
ভগবান উঠছে গাছে,
কপালে তিলক আঁকা
তবুও চলন বাঁকা !
ভক্ত বুঝলো শেষে
স্বপ্ন ধুলোয় মেশে,
যে দেশে গোড়ায় গলদ
সে দেশের শ্রেষ্ঠ বলদ।
কত যে মাশুল দিয়ে
কে তুমি কোথায় গিয়ে ?
ঠিকানা পাই না খুঁজে,
এ ব্যথা স্বজন বোঝে।
এ গোসাই গান ধরেছেন
আপনি ভুল শুনেছেন,
যে বেটা তাল জুড়েছে
সে কেন রাগ করেছে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন