।। অভীককুমার দে।।
দেশীয় ছাদ উড়ে গেলে আটক শিবিরে ঘুমায় স্বাধীনতা।
রক্তের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম...
স্বাধীনতা এসেছে কার, কোন দেশে ?
এ দেশের চোখে কাশ্মীরি বরফের ঘুম
আড়াল স্বচ্ছ তার
রাখি হাতে মৃত্যু লিখছে কেউ !
ধর্মের দড়ি গলায় জন গণ মন
তিন পাড়ে...
এই উপসাগর সূর্য ডুবিয়ে রঙ রেখেছে জলে
একদিন উদ্বাস্তু শিবিরে লাশ পাওয়া যাবে ঠিক
মানুষের,
যদিও শবস্নানের জলে ফুরিয়ে যায় না রঙ;
বোলতা পাখি খোলা রেখো জানালা
এবার লিখতে হবে জাতের ইতিহাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন