“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

খোলা রেখো জানালা

।। অভীককুমার দে।।

দেশীয় ছাদ উড়ে গেলে আটক শিবিরে ঘুমায় স্বাধীনতা।

রক্তের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম...
স্বাধীনতা এসেছে কার, কোন দেশে ?

এ দেশের চোখে কাশ্মীরি বরফের ঘুম
আড়াল স্বচ্ছ তার
রাখি হাতে মৃত্যু লিখছে কেউ !

ধর্মের দড়ি গলায় জন গণ মন
তিন পাড়ে...

এই উপসাগর সূর্য ডুবিয়ে রঙ রেখেছে জলে
একদিন উদ্বাস্তু শিবিরে লাশ পাওয়া যাবে ঠিক
মানুষের,
যদিও শবস্নানের জলে ফুরিয়ে যায় না রঙ;

বোলতা পাখি খোলা রেখো জানালা
এবার লিখতে হবে জাতের ইতিহাস।

কোন মন্তব্য নেই: