।। সুপ্রদীপ
দত্তরায় ।।
একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দাঁড়িয়ে
অদ্ভুত
উৎকট পরিস্থিতি ,
আনাচে
কানাচে উৎকণ্ঠা আর শঙ্কা
দেশপ্রেমে
এখন শুধুই জোয়ার,
বিপন্ন
একাত্মবোধ, জাতীয় সংহতি ।
মনে
ভয়, হয়তো আবারো হয়,
জাতি
দাঙ্গা --
চুরাশি
দৌরাত্ম্য দুর
তো নয়।
পথে
ঘাটে,
নির্জনে, এপ্রান্ত থেকে ওপ্রান্তে
পৈশাচিক
আক্রোশ,
সে ভয়ঙ্কর দেশপ্রেম ---
আমার
সত্যিই ভীষণ ভয়।
পুলওয়ামা
পরবর্তী যা ঘটেছে দেশে ,
কাশ্মীর
চাই, কাশ্মীরী নয় --
এ
কোন অন্যায় আবেদন ?
জাতি
বিদ্বেষ,
অসহিষ্ণুতা , দেশপ্রেম তো নয় ।
শহীদের
কফিন ঘিরে ভোটের রাজনীতি
মনের
ঈশান কোনে পুঞ্জীভূত মেঘ
সত্য
বলার স্বাধীনতাকে টুঁটি চেপে ধরা ?
প্রচারের
আলোতে খোঁজে আত্মতৃপ্তির আশ
হে
ঈশ্বর, ওদের মূর্খের স্বর্গে বাস
এদেশ
এখন কোন অশিক্ষিত বন্যদের নয় ।
পুলওয়ামাতে
যা ঘটে গেল সেদিন --
তার
জন্যে হোক প্রতিবাদ, তীব্র তিরস্কার ।
যত
রক্ত ঝরিয়েছে সেনা, অতর্কিতে
কুচক্রীর
আত্মঘাতী হামলায়,
হৃদয়ের
প্রতিটি কোষ, শুধু আমি নই
আসমুদ্র
হিমাচল কেঁদেছে যন্ত্রণায় ।
ঘন
আর্তনাদ আর বোবা আক্রোশে।
কোনও
হিন্দু কিংবা মুসলমান নয়--,
নয়
কোনও শিখ, পার্সি কিংবা পাঠান ,
কেঁদেছে
প্রতিটি ভারতীয় অন্তর
ভারত
মায়ের ওরা সাচ্চা সন্তান ।
এসো, হে
বন্ধু, হে উদ্দীপ্ত ভারতবাসী
এই
দুর্দিনে, হাতে রাখি হাত ,
ঊর্ধ্বে
উঠে সব - ধর্ম, বর্ণ, জাত
এসো
বাঙালি,
গুজরাটি , কিন্নরী কাশ্মীরী
এসো
খোলা দিল উড়িয়া তামিল
এসো
সংহত হই,
সংযত হই
সংহতির
শপথ নিলাম এবার
এদেশ
আমার,
এদেশ তোমার ,
শুভবুদ্ধি
থাকা সকল ভারতবাসীর
যোগ্য
জবাবে গর্জে উঠুক সুতীব্র প্রতিরোধ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন