।। বিদ্যুৎ চক্রবর্তী ।।
(C)Image:ছবি |
কিছু ক্ষণ দৌড়ঝাঁপ ঠা ঠা রোদ্দুরে
কিছু ক্ষণ একঘেয়ে আলসেমি -
চলমানতার সাতকাহনে
দোদুল্যমান যাত্রাপথ ।
দহন কালেও সরাসরি চেনামুখ সব
ছায়াময় রাতে আসে কিছু
প্রোথিত মূলের কায়াহীন অবয়ব।
বেঁচে থাকার অতীত রসদ নিয়ে
উঠে আসে কৃতজ্ঞ হৃদপিণ্ডের
অলিন্দ পেরিয়ে স্পষ্ট কোলাজ হয়ে,
অপার সুখের উত্থিত আকরে আকরে।
অচেনা সূর্য এসে ধরেছিল হাত,
মৃত্যুফেরত কিছু পরিচিত আত্মা
আজও বয়ে চলে শিরায় শিরায়।
আজও সূর্যালোক ফিরে ফিরে আসে
অপ্রত্যক্ষে - রাতের গভীরতায়।
বিজন রাতের প্রমোদ বিহারে মগ্ন
প্রসন্ন ক্ষণেও নমস্য আলোকচিত্র,
সঘনে উন্মোচিত আজ জীবন রহস্য
অজানিতে করযোড় সূর্য প্রণামে।
আঁধারি আলোয় সিঞ্চিত হোক
প্রজন্মের সঞ্চিত শ্রদ্ধা, উৎস আলোয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন