“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯

হাঁদারাম

  ।। রফিক উদ্দিন লস্কর ।।

(C)Image:ছবি











কটা ছেলে এমন আছে
সবকিছুতে হাসে,
কাজের বেলা কাজ নেই
সবটুকু সে নাশে!
পড়াশোনাও তেমন নেই
নিজেই বলে বেশ,
দেখলে বলবে আস্ত ভূত
মাথায় লম্বা কেশ।
ইদানীং যে রাজনীতিতে
জড়ায়েছে তারে,
দলবদল তার রোজদিন
কী'বা আর পারে!
নিজেকে ভাবে মহাজ্ঞানী
গোবর মাথায় নিয়ে,
সবখানে তার ঠেলাঠেলি
সব কুটবুদ্ধি দিয়ে।

কোন মন্তব্য নেই: