।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
একটা ছেলে এমন আছে
সবকিছুতে হাসে,
কাজের বেলা কাজ নেই
সবটুকু সে নাশে!
সবকিছুতে হাসে,
কাজের বেলা কাজ নেই
সবটুকু সে নাশে!
পড়াশোনাও তেমন নেই
নিজেই বলে বেশ,
দেখলে বলবে আস্ত ভূত
মাথায় লম্বা কেশ।
নিজেই বলে বেশ,
দেখলে বলবে আস্ত ভূত
মাথায় লম্বা কেশ।
ইদানীং যে রাজনীতিতে
জড়ায়েছে তারে,
দলবদল তার রোজদিন
কী'বা আর পারে!
জড়ায়েছে তারে,
দলবদল তার রোজদিন
কী'বা আর পারে!
নিজেকে ভাবে মহাজ্ঞানী
গোবর মাথায় নিয়ে,
সবখানে তার ঠেলাঠেলি
সব কুটবুদ্ধি দিয়ে।
গোবর মাথায় নিয়ে,
সবখানে তার ঠেলাঠেলি
সব কুটবুদ্ধি দিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন