“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

কঙ্কনা

।। সুপ্রদীপ দত্তরায়।।

(C)Image:ছবি







ঙ্কনা, আজ  আর অঙ্ক না ,
বুকে ডম্বরু, পার্সে ঠনঠনা ।
তবু প্রেম করি, চলো প্রেম করি
ফোনে কল করি, মনে ফুলকলি ,
এসো চুলবুলি, এই মন খেলায় ।
এই দুপুরবেলায় , চল কাঁঠালতলায়
সেথায় উদার গলায় , আমি কোকিলকে ডেকে
শুধু বলবো --,
কী ????
ভালবাসা পুঁথি পড়ে হয় না ,
ভালবাসা পুঁথি ঘেঁটে  হয় না ,
ভালবাসা পুঁথি মেনে  হয় না।।
চৈতি আকাশ, মনে উদাস বাতাস
ক্ষণে খুনসুটি আর  ক্ষণে দীর্ঘ যে শ্বাস
এত তৃষ্ণা ঠোঁটে, ঠোঁটের কোলাজ ফোটে
তোমার আস্কারাতে , আমার শাসন টুটে
ঘামে ভেজা বুকে, শত পদ্ম ফোটে
আমি কানে কানে তোমার মুখটা টেনে শুধু বলবো -,
কি ??
ভালবাসা পুঁথি পড়ে  হয় না ,
ভালবাসা পুঁথি ঘেঁটে  হয় না ,
ভালবাসা পুঁথি মেনে  হয় না।।
কঙ্কনা, না না অঙ্ক না,
এতো তাড়া কিসে, হাতে শঙ্খ না,
চলো প্রেম করি, ফোনে কল করি
প্রেমে ডুব মারি, বুকে কোৎ মারি
রাগে, অনুরাগে, যেন মন ভরে না ।
বিয়ে করবোও না, ঘানি টানবোও না,
ধরা দেবও না শুধু ওই ছাদনাতলায়।
বিয়ে বিগড়ে যখন যায়, ঘরে শান্তি যে হারায়
মনের এই আশঙ্কায়, নেড়া আমি শুধু বলবো --,
কি ???
ভালবাসা পুঁথি পড়ে  হয় না ,
ভালবাসা পুঁথি ঘেঁটে  হয় না ,
ভালবাসা পুঁথি মেনে  হয় না ।।

কোন মন্তব্য নেই: