“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

ভুল ভাঙবে একদিন

      ।। রফিক উদ্দিন লস্কর ।।

(C)Image:ছবি








রা আছে ওদের মতো করে
বদলাবে না'কি কোনদিন!?
প্রযুক্তির যুগে বিশ্ব অনেক এগিয়ে
তবুও ওরা রয়েছে অন্ধকূপে।
সংকীর্ণতার চাদরে ঘেরা মন
মানসিকতারও হয়নি পরিবর্তন।
শুধু খোলসে ভদ্রতা...
অন্তরে ঘৃণার পাহাড় শৃঙ্গ।
উদারতার হাত অনেক নিম্নগামী
ছানিপড়া চোখে কি আর দেখবে!
তবে! পাল্টা আঘাতে একদিন
বুঝে নেবে নাহয় শুধরে নেবে,
নিজেকে নিয়ে জগত চলেনা
চলার পথে কাঠখড়ও কাজ দেয়।
ইটপাটকেল তো আলাদা,
ভদ্রতার কাছে মানায় না।
তবে, সুবচন কাজ দিতে পারে
আর তখন সময় হবে কণ্ঠাগত।


কোন মন্তব্য নেই: