।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
ওরা আছে ওদের মতো করে
বদলাবে না'কি কোনদিন!?
প্রযুক্তির যুগে বিশ্ব অনেক এগিয়ে
তবুও ওরা রয়েছে অন্ধকূপে।
সংকীর্ণতার চাদরে ঘেরা মন
মানসিকতারও হয়নি পরিবর্তন।
শুধু খোলসে ভদ্রতা...
অন্তরে ঘৃণার পাহাড় শৃঙ্গ।
উদারতার হাত অনেক নিম্নগামী
ছানিপড়া চোখে কি আর দেখবে!
তবে! পাল্টা আঘাতে একদিন
বুঝে নেবে নাহয় শুধরে নেবে,
নিজেকে নিয়ে জগত চলেনা
চলার পথে কাঠখড়ও কাজ দেয়।
ইটপাটকেল তো আলাদা,
ভদ্রতার কাছে মানায় না।
তবে, সুবচন কাজ দিতে পারে
আর তখন সময় হবে কণ্ঠাগত।
বদলাবে না'কি কোনদিন!?
প্রযুক্তির যুগে বিশ্ব অনেক এগিয়ে
তবুও ওরা রয়েছে অন্ধকূপে।
সংকীর্ণতার চাদরে ঘেরা মন
মানসিকতারও হয়নি পরিবর্তন।
শুধু খোলসে ভদ্রতা...
অন্তরে ঘৃণার পাহাড় শৃঙ্গ।
উদারতার হাত অনেক নিম্নগামী
ছানিপড়া চোখে কি আর দেখবে!
তবে! পাল্টা আঘাতে একদিন
বুঝে নেবে নাহয় শুধরে নেবে,
নিজেকে নিয়ে জগত চলেনা
চলার পথে কাঠখড়ও কাজ দেয়।
ইটপাটকেল তো আলাদা,
ভদ্রতার কাছে মানায় না।
তবে, সুবচন কাজ দিতে পারে
আর তখন সময় হবে কণ্ঠাগত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন