।। পার্থ প্রতিম আচার্য ।।
তোমাকে আঁকতে হেরে যাচ্ছি
বারবার -
হে বেদনা -
বাক্সের ভেতরে একটা মানুষকে আটকে
যখন ছেড়ে দেয়া হয় আজব কীট- সেটা
কী অনুভূতি আমি জানিনা ,
বুঝি মাথায় কীভাবে বিদ্যুৎ তরঙ্গ
দৌড়ে যায়- ঠিক বুঝি
দুপুর থেকে বুকের ভেতরটায়
পিপাসার্ত আমার জন্য
একটা কালো শুকনো কুঁজা ।
নিজেকে মনে হয়
মেইজ রানারের জম্বিদের মত
কেও শেকল পায়ে আটকে রেখেছে আমায়
আর গলিত গিরগিটি সদৃশ
চামড়া থেকে ফুঁড়ে বেরুচ্ছে
রক্ত আর পুঁজ ।
এই সব কি বেদনা?
আমি জানিনা-- কিন্তু মাথার
উপড়ে সূর্যটা জানান দিচ্ছে একটা
জঘন্য অনুভূতি-মণ্ডিত দিন-
ফোরাচ্ছে ।
তারপর আঁধার ।
তবু কাল সকাল হবে
ফিচেল সূর্য , অভব্য সূর্য
স্যাডিজম ভুলে আলো দেবে
কাওকে পোড়াবে- কাওকে
করবে প্রোজ্জ্বল ।
মা আমার
তোরই কাছে বন্ধক রাখলাম
সেই আশ্চর্য পেটি
যা বলে দেবে কাল সূর্যের খেলা
আমি বাঁচতে চাই
আর জিয়ন কাঠি ?
তোর হাসি মুখ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন