প্রভাতে ঝলমল করে হেসে উঠল পৃথিবী
আলোর পোশাক গায়ে জড়িয়ে।
মনে হচ্ছে সব কিছুই যেন দৃশ্যমান।
রাতের অন্ধকারে কিছুই ঠাহর হচ্ছিল না
------
কিছুই ঠাহর হচ্ছিল না ?
রাতে কি তাকিয়েছিলে আকাশের দিকে ?
সামনের দুহাত পর্যন্ত দৃষ্টিকে সীমাবদ্ধ
না রেখে
যদি পাঠাতে দূর আকাশের দিকে,
দেখতে, দিনের আলোর চাইতে
রাতের অন্ধকারেই
বেশি দূর দেখা যায় ।
আলো তার মায়াবরণ দিয়ে চারপাশ জড়িয়ে রাখে,
সব কিছু তারই রঙে রঙিন,
তারই ঔজ্জ্বল্যে ঝলকায়, রূপ ধরে ।
অন্ধকার নিরাবরণ, জীবলোককে করে
নগ্ন ।
দিবসের ঔজ্জ্বল্যে আচ্ছাদিত
অন্তঃস্বরূপকে
বাইরে টেনে আনে ।
অন্ধকারের অকৃত্রিমতায়
অন্তহীন আকাশের নক্ষত্ররাজি যারা
প্রত্যেকেই সূর্যকল্প,
অযুতরশ্মির ক্ষুদ্রতাকেও ধরিয়ে দেয় তারা,
তাদের অন্তহীন সংখ্যা অসীমের আভাস নিয়ে
আসে
তোমার কালবদ্ধ মানসে ।
সূর্যের রাজচ্ছটায় হীনমন্য তুমি
নক্ষত্রমন্ডলীর সাথে একাসনে বস,
তোমাকে মহীয়ান করে তোলে
বিপুল বিশাল অন্ধকার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন