।। দেবলীনা সেনগুপ্ত।।
অভিলাষী সকাল
ভীরুপায়ে দাঁড়িয়েছে চাতালে
চড়ুই ও শালিকের আলাপে
জেগে ওঠে দিন৷
ফুটেছে অনগ্রসর দোপাটি
নয়নতারার সারি
কাকচক্ষু শিশির মেখে
বিষণ্ণ বাগানে৷
অভিজাত গোলাপের কুঁড়ি
রোদেলা হাওয়ায় উধাও যথেচ্ছাচারে
ঘাসবনে ফেলে রেখে একা নীল খাম
ঝাউপাতার মোড়কে, চুপিসারে৷
স্পর্শ কোরো না আমাকে,
জেগে ওঠা দিনে
শরীর স্পর্শকাতর বড়
সময়ের মতো৷
একান্ত স্নানশেষে
ঐশী অন্নজলের পাশে
গোলাপের হাতছানি ভুলে রাখি
অযত্নের দোপাটি
নয়নমণি ভালোবেসে৷
তারপরে আত্মপ্রসাদ
এ জীবন, মধুর বিষাদ৷
(C)Image:ছবি |
অভিলাষী সকাল
ভীরুপায়ে দাঁড়িয়েছে চাতালে
চড়ুই ও শালিকের আলাপে
জেগে ওঠে দিন৷
ফুটেছে অনগ্রসর দোপাটি
নয়নতারার সারি
কাকচক্ষু শিশির মেখে
বিষণ্ণ বাগানে৷
অভিজাত গোলাপের কুঁড়ি
রোদেলা হাওয়ায় উধাও যথেচ্ছাচারে
ঘাসবনে ফেলে রেখে একা নীল খাম
ঝাউপাতার মোড়কে, চুপিসারে৷
স্পর্শ কোরো না আমাকে,
জেগে ওঠা দিনে
শরীর স্পর্শকাতর বড়
সময়ের মতো৷
একান্ত স্নানশেষে
ঐশী অন্নজলের পাশে
গোলাপের হাতছানি ভুলে রাখি
অযত্নের দোপাটি
নয়নমণি ভালোবেসে৷
তারপরে আত্মপ্রসাদ
এ জীবন, মধুর বিষাদ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন