“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৪ মে, ২০১৫

স্মৃতি

(C)Image:ছবি

।। শিবানী দে।।

প্রিয় শহর করিমগঞ্জ
প্রিয় নদী কুশি,
টিলার কোলে ধানের  খেতে
রাখাল বাজায় বাঁশি ।

 সুপারিবনের ছায়াশীতল
 বাঁশের ঘরে খুশি,
পান রাঙানো মুখের পরে
বুকজুড়োনো হাসি ।

মেঘলা দিনে দীঘির জলে
সাঁতার সারা বেলা,
দিনের শেষে কাঁসর ঘণ্টা,
আজান, ঘনায় বেলা ।

শালি খেতের সেঁউতি সেঁচা
কুচোমাছের ঝোল,
গরম ভাতে গন্ধ-লেবু
অমৃতেরই তুল ।

মাগো তোমায় পড়ে মনে
এখনো সন্ধ্যা হলে,
ফিরে এলে এখনো কি গো
তুলে নেবে কোলে ?

কোন মন্তব্য নেই: