(C)Image:ছবি |
।। শিবানী দে।।
প্রিয় শহর
করিমগঞ্জ
প্রিয় নদী কুশি,
টিলার কোলে ধানের খেতে
রাখাল বাজায় বাঁশি ।
সুপারিবনের
ছায়াশীতল
বাঁশের ঘরে খুশি,
পান রাঙানো মুখের
পরে
বুকজুড়োনো হাসি ।
মেঘলা দিনে দীঘির
জলে
সাঁতার সারা বেলা,
দিনের শেষে কাঁসর
ঘণ্টা,
আজান, ঘনায় বেলা ।
শালি খেতের সেঁউতি
সেঁচা
কুচোমাছের ঝোল,
গরম ভাতে গন্ধ-লেবু
অমৃতেরই তুল ।
মাগো তোমায় পড়ে
মনে
এখনো সন্ধ্যা হলে,
ফিরে এলে এখনো কি গো
তুলে নেবে কোলে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন