।। দেবলীনা সেনগুপ্ত ।।
আমার বাবাকে দেখেছি।
বাবার হাত ধরে পথ চলতে চলতেই
আমার রবীন্দ্রনাথকে জেনে নেওয়া,
চিনে নেওয়া এবং বুঝে নিতে চাওয়া
আর প্রতিটি চিনে নেওয়ার পরেই
অপার আনন্দে ভেসে যাওয়া
ঠিক যেমন আনন্দ মেলে
অচেনা ভাষায় লেখা
কোন অজানা স্টেশনের
নামটি পড়ে বুঝে নিতে পারলে।
সেই ছোটবেলায়,
যখন বিকেলে খেলার সময়
হঠাৎ বৃষ্টিতে খুব মন-খারাপ হত
অথবা অঙ্ক ভুল হলে
কিংবা রাতে ভাতের থালায়
মাছের টুকরো না থাকলে...
বাবা হঠাৎ বলে উঠতেন
দু'কলি রবীন্দ্রনাথ
আর আমার কাজ ছিল
কবিতার নামটি খুঁজে বের করা
এই ভীষণ দরকারী
অথবা অদরকারী কাজটি করতে করতে
মন খারাপের পাখিরা
উড়ে গিয়ে লুকিয়ে পড়তো
দেওয়ালে ঝোলা
রবি কবির ছবির পেছনে...
এই বড়বেলায়,
বয়স বেড়েছে
হয়তো বা বুদ্ধিও
তবু রবীন্দ্রনাথকে তেমনভাবে
বুঝতে পারিনা...
কেন কে জানে
হয়তো বাবা কাছে নেই বলে
হয়তো মন-খারাপ হওয়ার মত
মনটাই হারিয়ে গেছে বলে...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন