(C)নখালিকাই হ্রদ |
।। দেবলীনা সেনগুপ্ত।।
এখানে মেঘেদের গর্ব নেই
নেই অহমিকা বা ছল – চাতুরি
এখানে মেঘ নত হয়েপাহাড় ছোঁয়
ঘন কুয়াশার মমতায় ঢাকে
পাহাড়ের মুখ
গভীর ভালবাসা ঢালে
ঋজু পাইনের বনে
নিঃশেষে মিশে যায়
গিরিবর্ত্মের আড়ালে…
এখানে পাহাড় বড় বেশী সবুজ
প্রত্যহ মেঘ-জলে স্নান করে
আকাশের দিকে তোলে প্রত্যয়ী মুখ
সবুজ থেকে সবুজতর দেহে
বৃষ্টি –ভেজা রোদরং
ছবি আঁকে অপরূপ….
এইখানে
এই পবিত্র মেঘ – পাহাড়ের দেশে
তোমার সঙ্গে কাটাব জীবন
সব মৃত্যুর শেষে ...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন