।। দেবলীনা সেনগুপ্ত।।
(C)Image:ছবি |
আমার প্রতিটি বসন্ত
আমি তোমাকে দিলাম
সেইসব বসন্ত
যা ফুল না ফুটিয়েও আসে
নুড়িপথ ধরে
উপল সমারোহে
বালিয়াড়ি অসুখ সারিয়ে
অসহ্য সুখ আনে চোরাস্রোতে,
জ্যোৎস্না স্নান সেরে
সোনা রূপো গুঁড়ো হয়ে
ঝরে পড়ে বিরল শস্যক্ষেতে
দ্বিধাহীন বোনে স্বপ্নবীজ
হৃদয় পুড়িয়ে তবু হৃদয় সজীব।
সেইসব বসন্ত
যা অকাল ও অনাদৃত
তোমাকে দিলাম-
নিঃশর্ত নিষ্ঠায়
তবু অবাধ্য ঈর্ষায়
শুধু তোমাকেই দিলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন