“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

বসন্তরাগ


 ।। দেবলীনা সেনগুপ্ত।।

(C)Image:ছবি













মার প্রতিটি বসন্ত
আমি তোমাকে দিলাম
সেইসব বসন্ত
যা ফুল না ফুটিয়েও আসে
নুড়িপথ ধরে
উপল সমারোহে
বালিয়াড়ি অসুখ সারিয়ে
অসহ্য সুখ আনে চোরাস্রোতে,
জ্যোৎস্না স্নান সেরে
সোনা রূপো গুঁড়ো হয়ে
ঝরে পড়ে বিরল শস্যক্ষেতে
দ্বিধাহীন বোনে স্বপ্নবীজ
হৃদয় পুড়িয়ে তবু হৃদয় সজীব।
সেইসব বসন্ত
 যা অকাল ও অনাদৃত
তোমাকে দিলাম-
নিঃশর্ত নিষ্ঠায়
তবু অবাধ্য ঈর্ষায়
শুধু তোমাকেই দিলাম

কোন মন্তব্য নেই: